যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের বিরুদ্ধে আবারও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই নিয়ে চতুর্থবারের মতো তার বিরুদ্ধে এই অভিযোগ উঠলো। ওই নারীর অভিযোগ প্রাক্তন প্রেসিডেন্ট তাকে অযাচিতভাবে স্পর্শ করেছেন।
সিনেট নির্বাচনে মেইনি স্টেটে রিপাবলিকান দলের সাবেক প্রার্থী আমান্ড স্টেপলস শুক্রবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। বুশের সঙ্গে ২০০৬ সালে তোলা ওই গ্রুপ ছবির নিচে তিনি তার অভিযোগটি লিখেছেন।
আমান্ড লিখেছেন, ‘বুশ আমার নিতম্বে চাপ দিয়েছিলেন এবং রশিকতা করে বলেছিলেন, আহ, আমি সেই প্রেসিডেন্ট নই।’
এ ব্যাপারে জানতে চাইলে বুশের মুখপাত্র জিম ম্যাকগ্রাথ এক বিবৃতিতে বলেছেন, ‘কাউকে কষ্ট দিয়ে থাকলে প্রাক্তন প্রেসিডেন্ট বিনীতভাবে ক্ষমা প্রার্থণা করেছেন।’
এতে আরো বলা হয়েছে, ‘ ৯৩ বছরের প্রেসিডেন্ট বুশ গত পাঁচ বছর ধরে হুইল চেয়ার ব্যবহার করছেন। তাই তার সঙ্গে যারা ছবি তোলে স্বাভাবিকভাবেই তাদের কোমরের নিচে তার হাত পড়ে যায়।’
এর আগে মঙ্গলবার অভিনেত্রি হিদার লিন্ড অভিযোগ করেছিলেন, ২০১৪ সালে বুশ ছবি তোলার সময় তার দেহে অযাচিতভাবে স্পর্শ করেছেন। বুধবার অভিনেত্রী জরডানা গ্রলনিকও একই ধরণের অভিযোগ করেছিলেন।
-বিদেশ ডেস্ক